কেন বাড়ছে আপনার বয়সের ছাপ, জানেন কি?

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক হলেও অনেকেই অজান্তেই এমন কিছু দৈনন্দিন অভ্যাস গড়ে তোলেন, যা বয়সের ছাপ আরও দ্রুত বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে করা কিছু ভুল অভ্যাস ত্বক ও শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। বিশেষ করে সকালের রুটিন ঠিক না হলে অকাল বার্ধক্যের ঝুঁকি বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, সকালের কোন অভ্যাসগুলো আপনাকে দ্রুত বুড়িয়ে দিতে পারে—

সকালের নাস্তা এড়িয়ে যাওয়া:
ব্যস্ততার কারণে অনেকেই সকালের খাবার বাদ দেন। কিন্তু দীর্ঘ সময় খালি পেটে থাকলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এতে হজম প্রক্রিয়া দুর্বল হয় এবং ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে শুরু করে। নিয়মিত নাস্তা না করলে ত্বকে বলিরেখা দ্রুত দেখা দিতে পারে।

ঘুম ভেঙেই মোবাইলে চোখ রাখা:
ঘুম থেকে উঠেই ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা খবর পড়ার অভ্যাস বর্তমানে খুবই সাধারণ। তবে চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস মানসিক চাপ বাড়ায়। ফোনের নীল আলো ও নেতিবাচক তথ্য মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে, যার প্রভাব পড়ে ত্বকের ওপরও। মুখে সহজেই ক্লান্তি ও বয়সের ছাপ ফুটে ওঠে।

খালি পেটে কফি পান করা:
অনেকে সকালে ঘুম কাটাতে প্রথমেই কফির কাপ হাতে নেন। কিন্তু খালি পেটে কফি পান করলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে ত্বক শুষ্ক, নিস্তেজ এবং কুঁচকে যেতে শুরু করে।

ভোরের রোদ এড়িয়ে চলা ও দেরিতে ঘুম থেকে ওঠা:
যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তারা প্রাকৃতিক সূর্যালোক থেকে বঞ্চিত হন। ভোরের নরম রোদ শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এবং ত্বকের সতেজতা বজায় রাখে। নিয়মিত সূর্যের আলো না পেলে ত্বক দ্রুত প্রাণহীন হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, অকাল বার্ধক্য ঠেকাতে দামি প্রসাধনীর চেয়ে বেশি জরুরি সঠিক জীবনযাপন। দিনের শুরুটা স্বাস্থ্যকর হলে শরীর ও ত্বক—দুটোই থাকবে দীর্ঘদিন তরুণ ও সতেজ। একবার চেষ্টা করে দেখুন যদি নিজেকে সতেজ,তরুণ রাখতে চান।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G