ক্যান্সার জয় করে আবারও ধারাভাষ্যে অরুণ
মনে আছে, আমাদের ক্রিকেটার রফিকের কথা। কোনো এক খেলা শেষে রফিককে ভারতীয় ধারাভাস্যকার অরুণ লাল ইংরেজিতে প্রশ্ন করেছিলেন খুব সুন্দরভাবে। রফিকও পাল্টা জবাব দিয়েছিলেন বেশ আত্মবিশ্বাসের সাথে। তবে ইংরেজিতে নয় বাংলায়! ভারতীয় এই স্মার্ট ধারাভাস্যকার এবং এক সময়ের ওপেনিং খেলোয়াড় অরুণ লাল ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ কমেন্ট্রে বক্সের বাইরে ছিলেন। তবে এতদিন তা মিডিয়ার আড়ালে রাখা হয়েছিল। তবে আনন্দের খবর হল, এই তুখোড় বক্তা আবারও ধারাভাস্য দিতে মাঠেই ফিরে আসছেন; গত কয়েক মাস ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।
চলতি বছরের জানুয়ারিতে তার চোয়ালে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষায় যা ‘বিরল ও বিপজ্জনক’। শুরু হয় কঠিন লড়াই। চোয়াল প্রতিস্থাপনের জন্য ১৪ ঘণ্টার অস্ত্রোপচারও করতে হয়।
অরুণ লাল বলেন, রোগের লক্ষণগুলো ঠিক সময়ে ধরা পড়েছিলো। এরপর কঠোর চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সব সামলাতে পেরেছি।
ভারতের সাবেক এই ওপেনারের মনে হচ্ছে যেন জীবনের নতুন ইনিংস শুরু করছেন। বলেন, অবশ্যই এটা নতুন জীবন পাওয়ার মতো। খুব কঠিন লড়াই। চিকিৎসকদের কাছে আমি ঋণী।
দূরারোগ্য রোগের বিরুদ্ধে এই লড়াইয়ে অরুণকে মানসিক ভাবে চাঙ্গা রেখে যাচ্ছেন তার সাবেক সতীর্থ ও বন্ধুরাও। অরুণও আশাবাদী, মাস দু’য়েকের মধ্যে আবার ধারাভাষ্যে ফিরতে পারবেন তিনি।
=======












