খুদে যাদুকরের জানা অজানা

প্রথম প্রকাশঃ মার্চ ২, ২০১৭ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

মেসি১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনায় জন্ম হয় খুদে যাদুকরের, নাম লিওনেল মেসি। জাতীয় দল ছাড়াও স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন তিনি।

২০০৩ সালে বার্সেলোনার জুনিয়র দলে অভিষেক হয় তাঁর। বার্সার সিনিয়র দলে জায়গা করে নেন এক বছরের মাথায়। পরের বছর খেলা শুরু করেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে।

তখন থেকেই বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন আজ অবধি। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে এনেছেন একক নৈপুণ্যে। গড়েছেন অসংখ্য রেকর্ড। বার্সার হয়ে সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ড, লা লিগায় সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড, বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে গোল করার রেকর্ড এখন তাঁর দখলে।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করার ক্রীড়াবিদদের একজন মেসি। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। আন্তোনেল্লা রোকুজ্জোর সাথে ২০০৮ সাল থেকে প্রেম করছেন তিনি। তাদের দুটি সন্তান রয়েছে। অদূর ভবিষ্যতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে সবাই আশাবাদী।

 

আপনাদের সুবিধার্থে মেসির পুরো পরিবার সম্পর্কে জানা অজানা তথ্য উপস্থাপন করা হলো-

পুরো নাম: লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি

জন্ম তারিখ: জুন ২৪, ১৯৮৭

জন্মস্থান: রোজারিও, সান্তা ফে, আর্জেন্টিনা

পেশা: ফুটবল খেলা

পিতার নাম: হোর্হে হোরাচিও মেসি

মাতার নাম: সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি

ভাইবোন: রদ্রিগো মেসি, মারিয়া সোল মেসি, মাতিয়াস মেসি

সঙ্গিনী: আন্তোনেল্লা রোকুজ্জো

সন্তান: থিয়াগো মেসি, মাতেও মেসি

 

প্রতিক্ষণ/এডি/নাহসু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G