গির্জার নৈশপ্রহরীকে কুপিয়ে জখম, আটক ৩

প্রকাশঃ মার্চ ১০, ২০১৭ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায় একটি ক্যাথলিক গির্জার নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নৈশপ্রহরীর নাম গিলবার্ট ডি’ কস্তা (৬৫)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে মথুরাপুরের গির্জায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট ডি’কস্তা। ঐ সময় কয়েকজন দুর্বৃত্ত গির্জার প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। বাধা দিতে গেলে গিলবার্টের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে চিৎকার শুনে চার্চের অন্য লোকজন গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব বলেন, কী কারণে নৈশপ্রহরীর ওপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সকালে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, গিলবার্টের ঘাড়ে ও হাতে জখম হয়েছে। জখম গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G