গোপালগঞ্জে সংগীত প্রশিক্ষণ কর্মশালা

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি

indexগোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ও সুরারোপিত গান বিষয়ক ৫ দিনব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি।

গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন থেকে ৬৫ জন শিক্ষার্থী এ কর্মশালা অংশ গ্রহণ করে। নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান । জেলায় বিভিন্ন গানের পরিবেশনায় মুগ্ধ করেন আগত শিল্পীরা ।

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ও সুরারোপিত গান বিষয়ক ৫ দিন ব্যাপি
সংগীত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে কর্মশালা সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাখাল ঠাকুর, কোষাধ্যক্ষ শিব শংকর অধিকারী, ঢাকা থেকে আগত প্রশিক্ষক এম.এ. মোমেন, তালযন্ত্রী জনাব স্বপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G