চট্টগ্রামে ট্রেনে পেট্রোল বোমা হামলা: আহত ৫
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চট্টগ্রামের ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শাটল ট্রেনে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮ টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আগুনে একটি বগির দুটি সিট পুড়ে গেছে। এসময় স্থানীয়রা ট্রেনের আগুন নেভাতে এলে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।
রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘কে বা কারা ট্রেনটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। আগুনে বগির দুটি সিট পুড়ে গেছে।
খবর পেয়ে ষোলশহর রেল স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।
প্রতিক্ষণ /এডি/মিজান














