চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর ভাবনা ওপেনএআইয়ের

প্রকাশঃ জানুয়ারি ২, ২০২৬ সময়ঃ ৮:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় নতুন আয়ের পথ খুঁজছে ওপেনএআই। এ লক্ষ্যেই ভবিষ্যতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ওপেনএআইয়ের কর্মীরা ইতোমধ্যে বিজ্ঞাপন প্রদর্শনের বিভিন্ন কাঠামো ও নকশা নিয়ে কাজ করেছেন। পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির সাইডবারে কিছু বিজ্ঞাপন ফরম্যাটও দেখা গেছে। পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারী যদি কোনো পণ্য বা সেবা সম্পর্কে পরামর্শ চান, তাহলে সংশ্লিষ্ট ব্র্যান্ডের তথ্য বা বিজ্ঞাপন উত্তরের সঙ্গে যুক্ত হতে পারে।

যদিও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান প্রকাশ্যে বিজ্ঞাপনের বিষয়ে স্পষ্ট আগ্রহ দেখাননি, তবে চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের দীর্ঘ কথোপকথন থেকে সংগৃহীত তথ্য বিজ্ঞাপনদাতাদের জন্য অত্যন্ত মূল্যবান বলে মনে করা হচ্ছে। এতে গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে।

তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট না হয়—এ বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে ওপেনএআই। কবে নাগাদ চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G