ঢাবিতে নারী লাঞ্ছিতের ঘটনায় দুই তদন্ত কমিটি

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Monirulপহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী যৌন নির্যাতনের ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ঘটনার সাথে জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করা হয়েছে বলে শনিবার গোয়েন্দা কার্যালয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, `টিএসসি এলাকায় সিসি টিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। এ ছাড়া ঘটনার দিন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।’

ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘আমরা আশাবাদী তদন্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে এ রিপোর্ট হয়তো জমা দেবে। জমা দিলে সেই ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারব।’

এ সময় তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইনফরমেশন (তথ্য) রয়েছে যেটা সিসি টিভির ফুটেজ। পুলিশের ফুটেজই বেশি। সেই ফুটেজগুলো এবং এ ছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত, প্রচারিত যেসব ফুটেজ আছে, সেগুলো আমরা বিশ্লেষণ করে যেটা পেয়েছি, বিবস্ত্র করার যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি আসলে কোনো মেয়ের ছবি নয়। এটি ঢাকা ইউনিভার্সিটি বা সোহরাওয়ার্দী উদ্যানেরও নয়। এটি চানখাঁরপুলে একটি ছেলেকেই কয়েকজন ধরে গণপিটুনি দিচ্ছে। আমরা দেখেছি তাকে মেয়ে বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে কেউ কেউ।’

তিনি বলেন, ‘তাদেরও (লাঞ্ছনাকারী) আইডেন্টিফাই (চিহ্নিত) করে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ চালাচ্ছি। এরই মধ্যে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করা হয়েছে।’

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G