তিনি আত্মহত্যা করতে পারেন!

প্রকাশঃ মার্চ ৮, ২০১৭ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণের পাঠকদের জন্য মাশুক পাঠানের লেখাটি তাঁর ফেইসবুক পাতা থেকে  হুবহু নেওয়া হলো:

 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বিশ্বাস করি না তিনি আত্মহত্যা করে ফেলতে পারেন। কোন ভাবেই বিশ্বাস করি না। যদি রশি নিজেই জড়ান সেটাতেই নব্বইভাগ তার নফসের প্ররোচনায় নয় বলে আমি মনে করি।

প্রফেসর ড. আবুল কালাম আযাদ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গণিত বিভাগের প্রফেসর, সাবেক সভাপতি, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন। তিনি একজন গণিতবিদ, কসমোলজিস্ট। বিশ্ববিখ্যাত বিজ্ঞানি প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারের সুযোগ্য ছাত্র, সহকর্মী।

সবার উপরের বিষয় তিনি কুরআনকে ব্যাখ্যায় বিজ্ঞান ব্যবহারে পারদর্শি একজন অপূর্ব মানুষ। সদা হাসি, নম্র কথা, দয়া ভালোবাসা সার্বোক্ষণিক সঙ্গী ছিলেন। প্রাণিবিদ্যার একজন ছাত্র হিসেবে, বিভিন্ন লেকচারে শ্রোতা হিসেবে, মসজিদে আলোচনা শ্রবণে, বিভিন্ন সময়ে স্যারকে আমি যেমন দেখেছি সে সম্পূর্ণ মানুষটি এই অপরাধের ঘানি কেন টানবেন! আমি মানছি না এমন ঘটনা। সবশেষ আল্লাহই ভালো জানেন।

মহামহিম মালিক, প্রিয় স্যারকে জীবনের সকল সুন্দর কাজ দিয়ে এবং আপন দয়ায় মাফ করে জান্নাত দিবেন। দোয়া করি।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G