নেপালকে হারিয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৬ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

women

ছবিঃ সংগৃহীত।

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা।প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর বৃহস্পতিবার রীতিমতো গোল উৎসব করে মেতেছে মার্জিয়া-তহুরারা। এদিন নেপালকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। গত বছর  নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।

তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল  নিশ্চিত করেছে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে গতকালের ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি।

ম্যাচের দুই মিনিটেই গোলের যাত্রা করেন বাংলাদেশের মার্জিয়া। ১৪তম মিনিটে আবারো গোল করেন ময়মনসিংহের এই কিশোরী। ১৭তম মিনিটে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেয় মগিনি।২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। ব্যবধান বেড়ে তখন ৪-০। ৩৩ মিনিটে নিজের প্রথম গোল করেন সাজেদা খাতুন (৫-০)। এর মিনিট পাঁচেক পর হ্যাটট্রিক করেন অনুচিং (৬-০)।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারায় বজায় রাখে বাংলাদেশ। ৬২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেন তহুরা খাতুন। ৬৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মার্জিয়া। শেষ পর্যন্ত ৯-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

আগামী ৩০ এপ্রিল সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/জেডআর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G