ন্যান্সির তৃতীয় কন্যার মৃত্যু

প্রকাশঃ মে ২১, ২০১৬ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1462368233832

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সির তৃতীয় কন্যা আলিনা জাফরিন আজ শনিবার  সকাল ৯টায় মারা গেছে।  ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে গত ৪ মে আলিনার জন্ম হয়।

জন্মের পর আলিনা সুস্থ থাকলেও তাঁর ব্লাড ইনফেকশন ছিল। এ কারণেই আলিনার মৃত্যু হয়েছে বলে জানান ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ।

এনটিভি অনলাইনকে নাজিমুজ্জামান জায়েদ বলেন, ‘আমরা আমাদের তৃতীয় কন্যা পেয়ে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এমনটা হবে কখনো কল্পনা করিনি। কর্তব্যরত চিকিৎসকরা আলিনার ব্লাডে ইনফেকশনের কথা বলেছেন। এ ছাড়া আলিনার শরীরে আরো কিছু সমস্যা ছিল  বলে জানান তাঁরা।’

মেয়ের মৃত্যুর পর ন্যান্সির এখন কী অবস্থা জানতে চাইলে জায়েদ বলেন, ‘স্বাভাবিক আছেন, তবে আমাদের কারোই, মানে পুরো পরিবারেরই আসলে মানসিক অবস্থা ভালো নেই। আমরা এখনো ময়মনসিংহে  আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G