পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে ডুবে রিমা নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সে ওই উপজেলা সদরের মুল্লুকচাঁন গ্রামের আব্দুল রহিমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রিমা। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রিমাকে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুজয় সাহা শিশুটির মারা যাবার কথা নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ /এডি/গুলজার














