পর্বতে ৯৯ বাঁকবিশিষ্ট রাস্তা!

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৬ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

maxresdefault

তিয়েনমেন পর্বত চীনের উত্তর-পশ্চিম হুনান প্রদেশের ঝানগিজাজিতে অবস্থিত তিয়েনমেন মাউন্টেন ন্যাশনাল পার্কে অবস্থিত।

অপরূপ সুন্দর এই পর্বতে রয়েছে ১১ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা যা পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। কারণ পর্বতের নিচ থেকে একদম চূড়া পর্যন্ত বিস্তীর্ণ এই রাস্তায় রয়েছে মোট ৯৯টি বাঁক। চিন্তা করতে পারেন কেমন ঝুঁকিপূর্ণ রাস্তা?!

এই অদ্ভূত সুন্দর ও ভয়ংকর রাস্তাটি পর্যটকদের পর্বতের চূড়ায় অবস্থিত তিয়েনমেন গুহায় নিয়ে যায়। এই গুহাটি তিয়েনমেন পর্বতে অবস্থিত একটি প্রাকৃতিক গর্ত, যার উচ্চতা ১৩১.৫ মিটার।

the-walk-of-faith-at-tianmen-206

৯৯টি বাঁকবিশিষ্ট রাস্তা ছাড়াও এই পর্বতের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর উঁচু পর্বতগুলোর সবচেয়ে দীর্ঘ প্যাসেঞ্জার কেবল রাস্তা। ৯৮টি কেবল কার সমৃদ্ধ এই রাস্তার দৈর্ঘ্য ৭,৪৫৫ মিটার এবং এর ১,২৭৯ মিটার চড়াই রয়েছে।

পর্বতটিতে যে খাড়া বাঁধ রয়েছে তার উপর ইচ্ছা করলে ট্যুরিস্টরা মাইলের পর মাইল হাঁটতে পারেন। এই খাড়া বাঁধে আবার কাঁচের তৈরি মেঝেও রয়েছে।

হাঁটার এই রাস্তাটি পর্বত চূড়ার কিনারা ঘেঁষে তৈরি করা হয়েছে, যা উল্লম্ব বাঁধসংলগ্ন। এই রাস্তাটি ১.৬ কি.মি দীর্ঘ এবং ১,৪০০ মিটার উঁচু।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G