ফুলবাড়ীতে কৃষকদের ধান চাষে প্রণোদনা

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

fulbariদিনাজপুরের ফুলবাড়ীতে ধান চাষে প্রণোদনা প্রদান কর্মসূচীর আওতায় উপজেলার প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ, রাসায়নিক সার ও নগত অর্থ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে এ প্রণোদনা দেওয়া হয়।

এ কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তঅ কৃষিবীদ জিয়াউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের,সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তা কর্মচারীগণ।

কর্মসূচীর আওতায় উপজেলার ৫০ জন প্রান্তিক চায়ীকে ২০ কেজি ইউরিয়া,১০ কেজি ডেব,১০ কেজি পটাশ,পরিমান মত ধানের বীজ ও ৪০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে  নিরীকা জাতের ৩০ জন চাষীকে ৪০০টাকা করে প্রণোদনা প্রদান করা হয়।

প্রতিক্ষণ/এডি/হারুন-উর-রশীদ/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G