বায়তুল মোকাররমে চাষী নজরুলের জানাজা সম্পন্ন

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

Baitul_Mokrrom00_Banglanews24_691709813
বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে: সর্বস্তরের জনতার অংশগ্রহণে বায়তুল মোকাররমে নন্দিত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের চতুর্থ নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এখন তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে।সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ২৭ মিনিটে চাষী নজরুলের মরদেহ বায়তুল মোকাররম প্রাঙ্গণে নিয়ে আসার পর ১টা ৪০ মিনিটে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মহিবুল্লাহ-ইল আল বাকী আল নদভী।

জানাজা শুরু হওয়ার আগে খ্যাতিমান এ নির্মাতার বড় মেয়ের জামাতা সৈয়দ আবদুল আজিজ তার আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করেন।

জানাজার পর চাষী নজরুলের দীর্ঘদিনের চলচ্চিত্র ও রাজনৈতিক সহকারী এস আল মামুন বাংলানিউজকে জানান, বায়তুল মোকাররমে জানাজার পর তার মরদেহ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। চাষী নজরুলের ইচ্ছানুসারেই সেখানে তার মায়ের কবরের পাশে চিরসমাহিত করা হবে তাকে।

এর আগে, গুণী এই পরিচালকের মরদেহ জানাজার জন্য সকাল সাড়ে ১০টায় এফডিসিতে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রাজ্জাক, ববিতা, সুচন্দা, কবরী, আলমগীর, ফারুক, চম্পাসহ অনেক।

এখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে চাষী নজরুলকে গার্ড অব অনার দেওয়া হয়।

চাষী নজরুলের ভাই চাষী সিরাজুল ইসলাম জানান, বায়তুল মোকাররমে নামাজে জানাজার পর তাকে মুন্সীগঞ্জের সমষপুর গ্রামে নিয়ে গিয়ে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। এছাড়া, শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা থাকলেও মরদেহ এখন সরাসরি সমষপুরেই নিয়ে যাওয়া হচ্ছে।

দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম (৭৩)।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G