ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১০

প্রকাশঃ মে ২৭, ২০১৬ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

 

Madaripur1464343690মাদরীপুরের সমাদ্দারে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ১০ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের

সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G