ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

প্রকাশঃ জুন ২৪, ২০১৬ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

cameron-resign

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোটে ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার রায় দেয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ক্যামেরনএ ঘোষণা দেন। আগামী অক্টোবরে দায়িত্ব ছাড়বেন তিনি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে থাকা না থাকা নিয়ে সমগ্র গ্রেট ব্রিটেনজুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। এ ঐতিহাসিক গণভোটের ফলাফলে দেখা যায়, ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ৫২ শতাংশ নাগরিক, ইইউতে থাকার পক্ষে ভোট দেয় ৪৮ শতাংশ মানুষ।

এর মধ্য দিয়ে ৪১ বছর পর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ব্রিটেন। ১৯৭৫ সালে অনুরূপ এক গণভোটে জোটে যোগ দেয়ার পক্ষে রায় দিয়েছিল ব্রিটেনের ৬৬ শতাংশ মানুষ। ব্রিটেন ইইউ ছেড়ে আসার ফলে ইউরোপ ও বিশ্বের অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ব্রিটেনে গণভোটে দেশটির ইইউ ছেড়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরপরই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে নেদারল্যান্ডে গণভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অভিবাসীবিরোধী আন্দোলনের নেতা গ্রিত ওয়াল্ডার্স।  সাম্প্রতিক এক টেলিভিশন জরিপে দেখা গেছে, ২৮ জাতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সদস্য নেদারল্যান্ডের ৫৪ শতাংশ নাগরিক ইইউ জোটে থাকা নিয়ে গণভোট চায়।

সাম্প্রতিক সময়ে দু’দফায় ইইউ জোটবিরোধী মনোভাব প্রকাশ করে দেশটির সাধারণ জনগণ। সর্বশেষ গত এপ্রিলে ইউক্রেনের সঙ্গে ইইউ’র চুক্তি নিয়ে আয়োজিত এক গণভোটে বিপক্ষে ভোট দেয় ডাচরা। তবে ঐ গণভোটের ফলাফল মানা বাধ্যতামূলক ছিল না।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G