মক্কার মসজিদের ওপর থেকে লাফিয়ে পড়া ব্যক্তিটি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন
মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের নিচতলায় যখন হাজার হাজার হাজি তাওয়াফ ও ইবাদতে মশগুল ছিলেন, তখন হঠাৎ ওপরের তলা থেকে এক যুবক (যিনি পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে) নিচে লাফিয়ে পড়েন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সৌদি পুলিশ সদস্য বিষয়টি দেখতে পান। নিজের জীবনের তোয়াক্কা না করে, তিনি সেখান থেকে সরে যাওয়ার বদলে যুবকটিকে হাত দিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন।
ওপর থেকে পড়া ব্যক্তির ভারে নিরাপত্তারক্ষী গুরুতর আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। তবে তার শরীরের ওপর পড়ার কারণে যুবকের পতনের গতি কমে যায় এবং তিনি সরাসরি শক্ত মেঝেতে না পড়ে প্রাণে বেঁচে যান। তাৎক্ষণিকভাবে রেড ক্রিসেন্টের কর্মীরা দু’জনকেই উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হলেও আশঙ্কামুক্ত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন সেই হাজি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঐ ব্যক্তি গ্র্যান্ড মসজিদের ওপরের তলায় এসে কিনারায় দাঁড়ান। নিচে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা তাঁকে নামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ তিনি নিচে ঝাঁপ দিলে এক নিরাপত্তা কর্মকর্তা দৌঁড়ে এসে দুই হাত তুলে তাঁকে ধরার চেষ্টা করেন।
সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া ঐ কর্মকর্তা পবিত্র গ্র্যান্ড মসজিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্সেস)-এর সদস্য।
বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লোকটাকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তা নিজেও আহত হন। পরে তাঁকে এবং লাফিয়ে পড়া ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন,ঐ কর্মকর্তার হাড়ে ফাটল ধরা পড়েছে।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ওপর থেকে পড়া ব্যক্তিটি নিরাপত্তা কর্মকর্তার গায়ের ওপর এসে পড়েন এবং দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
প্রতি /এডি/শাআ











