মৌমাছি দিয়ে মানুষের দাড়ি

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

Mohamed Hagras, 31, looks on as he performs the "Beard of Bee" before the upcoming Egyptian Agricultural Carnival of Beekeeping in his farm at Shebin El Kom city in the province of Al- Al-Monofyia, northeast of Cairo, Egypt November 30, 2016. Picture taken November 30, 2016. REUTERS/Amr Abdallah Dalsh     TPX IMAGES OF THE DAY

ফুলে ফুলে ঘুরে বেড়ানো মৌমাছিরা আদতে খুব একটা বিপজ্জনক নয়। তাদের ক্ষতি না করলে মানুষেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের এই দাবির সমর্থনে মিসরের রাজধানী কায়রোর মনুফিয়া রাজ্যের শিবিন আল কম গ্রামের মোহাম্মাদ হাগরাস নিজের গালে গড়ে তুলেছেন ‘মৌমাছি দাড়ি’। পেশায় প্রকৌশলী হলেও ৩১ বছর বয়সী হাগরাস বাড়িতে মৌমাছির চাষ করে আসছেন।

bee 02এক কানাডার মডেলের শরীরে মৌমাছির ঝাঁক বসানো দেখে মৌমাছি দাড়ির রাখার প্রতি উদ্বুদ্ধ হন তিনি।

এ নিয়ে হাগরাস জানান, একটি মৌমাছির দলের প্রধান হল রানী মৌমাছি। তাকে ঘিরেই আনাগোনা চলে মৌমাছি দলের। তাই একটি মৃত রানী মৌমাছির হরমোন বাক্সে ভরে নিজের চিবুকে লাগিয়ে রাখলে সে বাক্সটিকে ঘিরে অবস্থান নেয় মৌমাছির ঝাঁক। যেটিকে দেখতে দাড়ির মতোই লাগে।

হাগরাস মৌমাছির দাড়ি তৈরি করছেন বিশ্বরেকর্ড করার জন্য। যাতে মানুষ তাকে মনে করে এবং স্মরণ রাখে।

উল্লেখ্য, শরীরে মৌমাছির ঝাঁক রাখার বিশ্বরেকর্ডটি রয়েছে চীনের এক নাগরিকের কাছে। যিনি নিজের পুরো শরীর মৌমাছি দিয়ে ঢেকে ২০১৫ সালে এই রেকর্ড গড়েছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G