রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

রাজধানীতে একটি প্রতিষ্ঠানে সিলগালাসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসক, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী, ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, রাজধানীর বেগম বাজার এবং চকবাজারে বিএসটিআই ল্যাইসেন্স ব্যতীত অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় ‘মের্সাস রাহাত ট্রেডার্স’ এর ব্যবস্থাপক রমজান আলীকে ১০ হাজার টাকা জরিমানা, ‘জারা ট্রেডার্স”-এর ব্যবস্থাপক নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা, ‘আব্দুল হাকিম ট্রেডার্স”এর ব্যবস্থাপক হাকিম সিকদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘মেসার্স আর. কে ক্যাবলস্” দীর্ঘদিন ধরে নিম্নমানের ইনসুলেটর ও সস্তা উপাদান দিয়ে বৈদ্যুতিক তার তৈরি করে বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম ব্যবহার করে নকল তার বাজারজাত করে আসছে। এসব বৈদ্যুতিক তার নিম্নমানের অনুমোদনবিহীন ও গুণগতমানের বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালাসহ তিন লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার ধ্বংস করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন।

মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় করায় ‘প্যাসেফিক রেষ্টুরেন্ট”এর ব্যবস্থাপক মোঃ শহিদুলকে ২০ হাজার টাকা, একই অপরাধে ‘গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট”এর ব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হোসেনকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G