‘রিভিউ’ অপমানে অতিষ্ঠ আম্পায়ারবৃন্দ!

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৬ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

শারমিন আকতার:

amp

হুম, যা পড়েছেন ঠিকই পড়েছেন। তবে ব্যাপারটা ধরতে পেরেছেন কিনা জানি না। একটু খোলাসা করেই বলি। রিভিউ পদ্ধতি চালু হওয়ার পর থেকে মাঠে উপস্থিত আম্পায়ারদের হাঁটতে-বসতে শুধু অপমানিত হতে হচ্ছে ছোকরা ছেলেপুলেদের কাছে (কথার কথা। এখানে বসার কোনো সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়!) ! যারা কিনা বয়সে হাঁটুর সমান (এটাও কথার কথা)।

একটু কিছু হতে পারে না টিভি আম্পায়ারের দিকে তাকিয়ে ইশারা করে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে। তার উপর আবার মুখ ও হাতের বিশেষ ভঙ্গীমা! কেউ হেসে, কেউবা মুখ বাঁকা করে আবার কেউ রেগেমেগে এক হাতের উপর আরেক হাত দিয়ে বুঝিয়ে দেন, ‘ আমি মাঠের আম্পায়ারের কথা বিশ্বাস করি না।তাই আপনার সহৃদ অনুগ্রহ কামনা করছি।’

এরকম একটা অসস্তিকর বউ-শাশুড়িসম অলিখিত যুদ্ধে মেতে উঠেছেন আপম্পায়ার বনাম খেলোয়াড়রা। কেউ কারে নাহি মানে সমানে সমান! একদিকে আম্পায়ার মনে মনে ভাবছে ‘বেয়াদব খেলোয়াড়’। আর অন্যদিকে খেলোয়াড় ভাবছে, ‘জনাব, আমি আপনার সিদ্ধান্ত মানি না’

এই পাল্টাপাল্টি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ইংল্যান্ড-বাংলাদেশের খেলা তার জলন্ত প্রমাণ। ইংলিশরা ছাড়ার পাত্র না; আবার বাংলার টাইগাররাও চুপ করে বসে নেই।

 আর মাঝখানে দুদলের রিভিউ আবেদন দেখতে দেখতে রাগে-দু:খে-অপমানে যারপরণাই অতিষ্ট এবং ক্লান্ত মাঠে উপস্থিত আম্পায়ারবৃন্দরা। কীভাবে জানলাম? মনে মনে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G