রোনালদোর ওপর নিষেধাজ্ঞায় শিথিলতা, বিশ্বকাপে খেলতে বাধা নেই

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ফলে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তাঁর টুর্নামেন্টের শুরুতে খেলতে না পারার আশঙ্কা তৈরি হয়েছিল।

‘সহিংস আচরণ’ এবং ‘গুরুতর ফাউল প্লে’র কারণে ফিফা রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করলেও এর মধ্যে দুটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। আগামী এক বছরে একই ধরনের আচরণ করলে স্থগিত শাস্তি কার্যকর হবে।

রোনালদো ইতোমধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯–১ গোলের জয়ে পর্তুগাল যখন বিশ্বকাপ নিশ্চিত করে, সে ম্যাচে ছিলেন না তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখা রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারের ২২৬তম ম্যাচে এসে প্রথমবার মাঠ ছাড়েন এমন শাস্তিতে। নিয়ম অনুযায়ী তিন ম্যাচ নিষেধাজ্ঞা প্রযোজ্য হলেও, তাঁর দীর্ঘ ক্যারিয়ারের শৃঙ্খলাবিধি বিবেচনায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।

এ কারণে রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো বাধা থাকছে না।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G