র্যাবের গাড়ি লক্ষ্য করে শিবিরের ককটেল হামলা রাজশাহীতে
জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
রাজশাহীতে ২০ দলের ডাকা হরতালের প্রথম দিনে আজ সকালে র্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে শিবির। সকালে নগরীর রাজশাহী কলেজের সামনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা। খবর পেয়ে র্যাব ও পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় শিবির কর্মীরা।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন খন্দকার জানান, রাজশাহী কলেজের সামনে সকাল ৯টার দিকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির। পুলিশ ও র্যাব সদস্যরা তাদের ধাওয়া দিলে ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া নগরীর আর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিক্ষণ/এডি/শাহিন














