‘লিটনের হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল’

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৭ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

ubaydul-kaderগাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের ‘হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

এমপি লিটনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লিটন হত্যাকাণ্ডের জন্য ধর্মীয় মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, সারা দেশের মানুষ যখন উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছরকে বরণ করছিল, তখন সেই আনন্দধারার ওপর এই বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। তবে এই অপশক্তি চলমান উন্নয়নধারাকে ব্যাহত করতে পারবে না বলে জানান তিনি। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতা।

কাদের বলেন, ‘প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, এটি সাম্প্রদায়িক অপশক্তির ঠান্ডা মাথার কাপুরুষোচিত কাজ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।’
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোটরসাইকেলের তিন আরোহী আকস্মিকভাবে বামনডাঙ্গার মাস্টারপাড়ায় এমপি লিটনের নিজ বাড়িতে ঢুকে তাদের পিস্তল থেকে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দে পরিবার ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সাড়ে ৭টার দিকে এমপি লিটনের মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় জানান, সংসদ সদস্য লিটনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তার শরীরে মোট পাঁচটি গুলি লেগেছে। এর মধ্যে দুটি গুলি লেগেছে বুকে আর তিনটি লেগেছে হাতে। একটি গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে।

সুন্দরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান জানান, গতকাল রাতভর অভিযান চালিয়ে সুন্দরগঞ্জসহ আশপাশের এলাকা থেকে এমপি লিটন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G