লেভানদোভস্কিকে গোল না করতে বলেছিল বার্সেলোনা

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ১১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

পোলিশ লেখক সেবাস্তিয়ান স্তাসেভস্কির নতুন বই ‘লেভানদোভস্কি: দ্য রিয়েল ওয়ান’ প্রকাশের পর ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। বইটিতে তিনি দাবি করেছেন, বার্সেলোনায় যোগ দেওয়ার প্রথম মৌসুমের শেষ দিকে রবার্ট লেভানদোভস্কিকে ইচ্ছাকৃতভাবে গোল করতে নিষেধ করেছিল কাতালান ক্লাবটি।

২০২২-২৩ মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে ন্যু ক্যাম্পে আসেন লেভানদোভস্কি। লা লিগায়ও একই ধারায় দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। মৌসুম শেষ হওয়ার আগেই বার্সেলোনা লীগ শিরোপা নিশ্চিত করে। স্তাসেভস্কির দাবি, শিরোপা নিশ্চিত হওয়ার পরই ঘটে অদ্ভুত ঘটনা। লীগের শেষ দুই ম্যাচের আগে বার্সেলোনার এক বোর্ড সদস্য নাকি লেভানদোভস্কিকে বলেন—
“রবার্ট, আমরা চাই তুমি শেষ দুই ম্যাচে গোল না করো।”

সে সময় লেভানদোভস্কির গোলসংখ্যা দাঁড়িয়েছিল ২৩-এ। আরও দুই গোল করলেই ২৫ ছুঁয়ে চুক্তির শর্ত অনুযায়ী বার্সেলোনাকে বায়ার্নকে অতিরিক্ত ২৫ লাখ ইউরো দিতে হতো। শেষ পর্যন্ত ওই দুই ম্যাচে গোলশূন্যই থাকেন তিনি। তবুও মৌসুমে করিম বেঞ্জেমাকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন লেভা।

বইতে লেখক উল্লেখ করেন, গোল না করার অনুরোধ শুনে বিস্মিত হয়েছিলেন লেভানদোভস্কি, কারণ দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো তাকে এমন নির্দেশ দেওয়া হয়নি।

সে সময় কঠিন আর্থিক সংকটে ছিল বার্সেলোনা। আর্থিক চাপের কারণেই আগের বছর অনিচ্ছা সত্ত্বেও ক্লাব ছাড়তে হয়েছিল তাদের কিংবদন্তি লিওনেল মেসিকে, যিনি এরপর যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)।


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G