শীতে মশার উপদ্রব থেকে বাঁচার উপায়

প্রথম প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৬ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ণ

তাজিন আকতার:

coffeeঠান্ডা বাড়তে শুরু করলেই মশার ও উপদ্রব বেড়ে যায়। মশা বিভিন্ন রোগের জীবাণু বয়ে বেড়ায়, তাছাড়া মশার কামড়ে অনেকের এল্যার্জির সমস্যা হয়।
প্রাকৃতিক উপায়ে এই সহজ টিপস অনুসরণ করে মশাকে বলুন বিদায়।

চলুন জেনে নেই এই পদ্ধতি-

*আপনার ব্যবহৃত কফি সীডস একটি ফয়েল পেপারে মুড়িয়ে অন্ধকার ঠান্ডা জায়গাতে রাখুন শুকিয়ে আসলে তা ব্যবহার উপযোগী হয়ে যাবে।
*আপনি চাইলে কোন পাত্রে এই শুকনো কফি বিছিয়ে দিতে পারেন রেখে এর উপর জ্বলন্ত কয়লার একটি ছোট টুকরো রেখে দিতে পারেন ।
অথবা ফয়েল এর একটি টুকরো নিন এর উপর কফি বিছিয়ে দিন একই পদ্ধতি অনুসরণ করে এবং এর উপর যথারীতি জ্বলন্ত কয়লার টুকরো দিন।

*এই ধোয়া যখন চারদিক ছড়িয়ে যাবে মশা তো বিদায় নিবেই সাথে সকল প্রকার পোকামাকড় ও আপনার ঘর থেকে দূরে থাকবে।

এই পদ্ধতি অনুসরণ করে করে এই পুরো শীত জুড়েই মশা থেকে থাকুন দূরে এবং সুস্থ থাকুন।

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G