সাংবাদিক উৎস হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

e6e814রংপুরের দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে  এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার,হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে  এ  কর্মসূচী পালিত হয়।

প্রেসক্লাব ভবন সংলগ্ন সড়কে এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, দীপক কুমার পাল, ইদ্রিসউজ্জামান মোনা।

এছাড়া নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, সরদার মো. শাহীদ হাসান লোটন, আব্দুল মান্নান চৌধুরী, উত্তম সরকার, জান্নাতুল ফেরদৌস জুয়েল, উজ্জল চক্রবর্ত্তী, ফেরদৌস ইসলাম খান, আফতাব হোসেন, আফরোজা বেগম লুনা প্রমুখ।

বক্তারা বলেন, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিক মশিউর রহমান উৎসকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। এই নির্মম হত্যাকান্ডের সকল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। সুতরাং চিহ্নিত সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G