হলমার্ক ঋণ কেলেঙ্কারির বিচার শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bnimg-208373-2012-10-19হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামে বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির ২ মামলায় আদালতে বিচার কাজ শুরু করেছে।এর আগে জামিনে ছিলেন হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম। কিন্তু সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় আরও এক মামলায় জেসমিন ইসলামের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় মোট ১১টি  মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি ৯ মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ৯টি মামলার আদেশ পেছানোর আবেদন বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ৩ মামলায় চার্জ গঠন ও ৯ মামলায় আদেশের এ দিন ধার্য করেন। অভিযোগ গঠন করা ৩ মামলার সাক্ষ্যগ্রহণও শুরু হবে ৩ মার্চ।

২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের এমডি তানভীর হোসেন ও চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলাটির আসামি প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সেনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) ও মো. সফিজউদ্দিন আহমেদ (সাময়িক বরখাস্ত) কারাগারে আছেন।

জামিনে আছেন তানভীরের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও জামাল উদ্দিন। কারাগারে মারা গেছেন সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক একেএম আজিজুর রহমান।

মামলার অপর ১৭ আসামি এখনো পলাতক রয়েছেন। তারা হলেন, হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম, স্টার স্পিনিং মিলসের মালিক মো. আব্দুল বাছির, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক মো. জাহাঙ্গীর আলম, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সেনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ (বর্তমানে ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহম্মেদ, সহকারী উপমহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G