লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
কঠিন কাজও কৌশলে সহজ হয়। তবে উপায় জানা না থাকলে সহজ কাজে বাধা পেতে হয় অনেক বেশি। ঘরের টুকিটাকি কাজ হয়ে যায় অনেক জটিল। আর সময়ও লাগে অনেক বেশী।
আপনার হাতের কাজ সহজ করতে কিছু জটিল কাজের জন্য প্রয়োগ করতে পারেন সহজ এ টিপসগুলো।
* তুলসীপাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। চা তৈরীর সময় দু-চিমটি লিকারে দিয়ে দেবেন। স্বাদ ভালো হবে, শীতের সর্দি-জ্বর থেকেও মুক্তি পাবেন।
* আটা, ময়দা, ডাল পোকার হাত থেকে বাঁচতে হলে একমুঠো নিমপাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন, পোকা হবে না।
* রূপার গহনার রং অনুজ্জ্বল হলে লবণ আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটাতে থাকুন। রূপার স্বাভাবিক রং ফিরে আসবে।
* টুথপেস্ট দিয়ে ঘষে পাথরের গয়না পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।
* এক লিটার পানিতে দু’চার চামচ ডিটারজেণ্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রেগান বা পিচকিরিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখান তেলাপোকার উপদ্রবের এলাকায় ছড়িয়ে দিন। তেলাপোকার সঙ্গে অন্য পোকাও দূর হবে।
প্রতিক্ষণ/এডি/শিমু