সড়ক দুর্ঘটনায় আনসার নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যানচাপায় শাহাজাহান আলী (৬৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে বোয়ালিয়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে রাতে দায়িত্ব পালন শেষে সকাল ৭টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন শাহজাহান আলী। বোয়ালিয়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছলে একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ২শ কেজি চাল প্রদান করেন।
প্রতিক্ষণ/এডি/রানা














