সূচকের দরপতনে চলছে লেনদেন

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

636445Untitledসূচকের ব্যাপক দরপতনে চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। দুপুর ১২টায় সূচকের এ পতন প্রবণতা অব্যাহত রয়েছে।

সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে শ্লথ গতিতে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।

দুপুর বারোটায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯৯ পয়েন্টে। এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। দুপুর বারোটা পর্যন্ত ডিএসইতে ১৫২ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সিএসসিএক্স সূচক ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২১০ পয়েন্টে। এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এ সময় পর্যন্ত সিএসইতে মোট ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। দুপুর বারোটা পর্যন্ত সিএসইতে ৮ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G