বিচিত্র নাক!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
বিস্ময়ের মাত্রা বেশি হলে চোখ কপালে উঠে যাওয়ার কথা অনেকেই বলে থাকেন। কিন্তু নাক কপালে উঠে যাওয়ার ঘটনা কি কেউ শুনেছেন? অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। সম্প্রতি চীনে এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে।
জাইয়োলিয়ান নামে ২২ বছর বয়সী এক চীনা নাগরিক ২০১২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার নাক হারিয়ে ফেলেন।
তখন থেকেই শ্বাস-প্রশ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। চীনের ফুজিয়ান প্রদেশে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
চিকিৎসকরা শত চেষ্টা করেও তার নাকটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি।
চিকিৎসকরা এ নিয়ে দীর্ঘ গবেষণায় মগ্ন হন এবং এক পর্যায়ে তারা একটি পথও পেয়ে যান। সেটি চিকিৎসা জগতে বিস্ময়কর আবিষ্কার হিসেবে স্বীকৃতি পায়।
চিকিৎসকরা জাইয়োলিয়ানের শরীর থেকে টিস্যু নিয়ে তার কপালের ওপর আবিষ্কার করে ফেলেন একটি নাক। এখন তিনি আগের মতই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
এরকম আরো কিছু নিউজঃ
## যে হোটেলের কর্মীরা কখনও ছুটি নেয় না!
## শুক্রাণু দিয়ে তৈরি হচ্ছে কসমেটিক
## তবে কি সেটা ভুত ? (ভিডিওসহ)
## চালকের কাছে ‘দুঃস্বপ্ন’ যে ব্রিজ!
## লটারি ভাগ্য নিয়েই জন্মেছে যে দম্পতি!
প্রতিক্ষণ/এডি/পাভেল












