প্রতিবন্ধকতাকে জয় করাই সফলতা মূলমন্ত্র

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Danielle_Burtজীবনে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা মানুষকে বদলে দেয়। তাদের ভাসিয়ে নিয়ে যায় কোন এক অচেনা নিঃসঙ্গ জীবনে। যেখানে সে নিজেকে একদম একা ভাবে। হতাশার বেড়া জাল যেন তাকে খুড়ে খুড়ে খায়। তারা কেউ তাদের জীবনের দূর্ঘটনা কারো সাথে কোন দিন ভাগাভাগি করে নিতে পর্যন্ত রাজি থাকে না।

আবার কেউ কেউ আছেন সম্পূর্ণ ব্যতিক্রম। তারা তাদের জীবনের দূর্ঘটনার কথা কাউকে বলতে কোন দ্বিধা বোধ করে না। এটাই তাদের হতাশা কেটে ওঠার মূল অস্ত্র। হয়ত এটাই তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে সহায়তা করে। মনের বোঝা গুলিকে দূরে ঠেলে শক্তি যোগায় সামনে এগিয়ে যাওয়ার ।

ডেনিয়েল বার্ট। বর্তমান বাসস্থান স্যান ডিয়াগো (ক্যালিফর্নিয়া), বয়স মাত্র ২৫বছর। মেয়েটির ডান পা নেই। কিন্তু তারুণ্যের বয়সে অন্যান্য আমেরিকানদের মত তারও আছে হরেক রকম ইচ্ছা। শারীরিক প্রতিবন্ধকতা তাকে কোনভাবেই আটকাতে পারেনি। তাকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তার সরল উত্তর ৮ বছর আগে এক মটর সাইকেল দূর্ঘটনায় সে তার ডান পা হারিয়েছে।

ডেনিয়েল বেড়ে উঠেছেন নিউ জার্জির সমুদ্র পাড় অঞ্চলে। অনেক আগের থেকেই তার শখ ছিল তিনি সার্ফিং শিখবে। কিন্তু আর্থিক সংকটের কারণে আর শেখা হয়ে ওঠেনি। যখন নিজে মোটা মুটি আয় করা শুরু করলেন তখন তিনি তার পা হারালেন।

দুর্ঘটনার পরে এক পা দিয়ে কোন ভাবে পানিতে নামার সাহস পেতেন না। এর পর তিনি নকল পা লাগানোর সিদ্ধান্ত নেন। যেটা তার জীবনের সব থেকে কষ্টের সময় ছিল। কেননা তখন তার মনে হচ্ছিল তিনি আসলেই আজ অচল। আর এর জন্য অনেক হতাশায় ভূগতেন তিনি। কিন্তু মন কে বুঝিয়ে তিনি প্রথমে নকল পার সাহায্যে সাঁতারের চেষ্টা করেন এবং ধিরে ধিরে তিনি তাতে অভ্যস্ত হয়ে ওঠেন।

বছর চারেক আগে সে সার্ফ করা শিখেছে। যদিও একটি প্লাষ্টিকের পা দিয়ে তা করা মোটেও সহজ কোন কাজ না, তারপরেও অনেক সময় আর পরিশ্রম করার পরে তা করতে পেরেছেন তিনি। হাটুর নিচের অংশ নেই। সেই অবস্থায় ব্যালেন্স করা অনেকটা দুরহ ব্যাপার হলেও তার বন্ধুরা তাকে অনেক সহায়তা করেছেন। বর্তমানে সমুদ্রে সার্ফিং করা বাদেও সে সব ধরনে স্কেটিং করতে পারেন। যেমন, স্নোবর্ডিং, স্কেটবর্ডিং, সাতার ইত্যাদি।

ডেনিয়েল বার্টের মতে, “শারিরিক প্রতিবন্ধকতা মানে যে ইচ্ছাগুলির মৃত্যু হবে তা নয়। এই পৃথিবীতে আমাদের অনেক কিছু করার আছে, যা করার ইচ্ছা হয় সেটা করার চেষ্টা করার মধেই লুকিয়ে থাকে আমার সফলতা।”

প্রতিক্ষণ/এডি/পাভেল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G