রিকশাচালকদের জন্য কর্মশালা আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২৫ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ রিকশাচালকদের জন্য “জীবনমান উন্নয়ন কর্মশালা” নামে নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছেন। বুধবার (২৬ নভেম্বর) তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কর্মশালার বিস্তারিত জানান।

ফাউন্ডেশন জানায়, আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, রিকশাচালকরা নগরজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন তুলনামূলক কম। শিক্ষা ও সচেতনতার ঘাটতি থাকায় তাদের জীবনমানেও তেমন উন্নতি দেখা যায় না। তাই রিকশাচালকদের জীবনযাপন ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতেই এই উদ্যোগ।

কর্মশালায় একজন রিকশাচালকের আত্মপরিচয়, প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান, আচরণবিধি, পারিবারিক দায়িত্ব-কর্তব্য, স্বাস্থ্য সুরক্ষা, কম আয়ে স্বাবলম্বী হওয়ার পথ, ঋণমুক্ত জীবনযাপনের কৌশল, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম–নীতির ওপর দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন দাঈ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ বিশেষজ্ঞরা। উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ নিজেও।

রিকশাচালকদের এই কর্মশালার খবর ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনেক রিকশাচালক প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায় পরিচিতদের মাধ্যমে তাদের হয়ে রেজিস্ট্রেশন করাও উৎসাহিত করেন।

কর্মশালায় অংশ নিতে নিচের গুগল ফরমে রেজিস্ট্রেশন করতে হবে বা ফোন করেও নাম নিবন্ধন করা যাবে।
মোবাইল: 01898773880

তিনি মনে করেন, রিকশাচালকদের জীবনমান উন্নত হলে উপকৃত হবে পুরো সমাজ ও দেশ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G