পাহাড়ে ঘেরা ‘ফয়েজ লেক’

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৯:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

পাহাড়ে ঘেরা ফয়েজ লেক.২নাগরিক কর্মক্লান্ত জীবনে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন মন চায় কোলাহল মুক্ত সবুজের সান্নিধ্য। তাই মানুষ মনের তৃষ্ণা মেটানোর জন্য প্রায়ই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ছুটে যায় বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে।

এমনি এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার, আর সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রামের ফয়েজ লেক।

ফয়েজ লেক! চট্টগ্রামের পাহাড়তলী এলাকার রেলওয়ে স্টেশনের পূর্বে ও খুলশী আবাসিক এলাকার পশ্চিমে অবস্থিত। এই লেকটি ১৯৪২ সালে বেঙ্গল রেলওয়ে ইঞ্জিনিয়ার ফয়েজ, খাবার পানি সরবরাহের উদ্দেশ্যে তৈরী করেন।

পাহাড় আর লেকের মাঝে সুরম্য ফটক বেষ্টিত, সবুজ পল্লবে ভরপুর মন ভোলানো সুসজ্জিত ফয়েজ লেকের অপূর্ব সৌন্দর্যে যে কেউ অভিভূত হবে।

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার ভ্রমণপিপাসুরা এই ফয়েজ লেকে এসে ভিড় জমায়। যতদূর চোখ যাবে আপনার, চারদিকে শুধু সবুজের ঘেরা পাহাড় আর টলমলে পানির লেক।

তবে ফয়েজ লেকে ভাসমান স্পিড বোটে চড়ে বেড়ানোর মজাই আলাদা। আবার আপনি চাইলে পাহাড়ের চূড়ায় উঠে আরো বেশি আনন্দ উপভোগ করতে পারবেন।পাহাড়ে ঘেরা ফয়েজ লেক

এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের রাইড যেমন ফেরি উইল, এপোলো ফ্লাইট, ফাইবার সিপ, চেরি বাম্পার, ফ্যামিলি রোলার কোস্টার, বাম্পার কার এবং ভিডিও গেমসহ বিভিন্ন ধরনের খেলা।

ঢাকা থেকে আপনাকে ফয়েজ লেক যেতে হলে, কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি করে আর সায়দাবাদ বাস ষ্টেশন থেকে সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভৃতি বাস করে যেতে হবে।

ফয়েজ লেকে আপনি প্রকৃতির কাছ থেকে পাবেন এক অন্যরকম আথিতেয়তার সেবা । ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে যেতে পারেন এ দর্শনীয় লেকে। যা কিছুটা সময় হলেও আপনাকে দিবে প্রশান্তি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G