বিএনপির ২৮ নেতার বিরুদ্ধে পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল । এই দিন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জন আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার চার্জশিটভুক্ত ৪২ আসামির মধ্যে ২৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। বাকি আসামিরা জেল হাজতে রয়েছেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল সফল করার উদ্দেশ্যে মিরপুর মডেল থানার জনসেবা প্রকল্প অফিসের সামনে জড়ো হয়ে রাস্তায় চলাচলরত যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুরসহ অগ্নিসংযোগের চেষ্টা করে।
ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক খন্দকার রাজিব আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন।
প্রতিক্ষণ/এডি/নূর/বাদল












