সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

musaপৃথিবীর এযাবতকালের সবচেয়ে ধনী মানুষ কে- প্রশ্নটা করলেই আমরা যাদের নাম সাধারণত ভাবি তারা হলেন বিল গেটস, ওয়ারেন বাফেট, কার্লোস স্লিম অথবা রথসচাইল্ড পরিবার। কিন্তু আমাদের মধ্যে এমন লোক কমই আছেন যারা জানেন বা চিন্তা করেন মালি-র চতুর্দশ শতকের রাজা মানসা মুসা আই এর কথা। যিনি ইতিহাসের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

সেলিব্রেটি নেট ওর্থ ওয়েবসাইট (Celebrity Net Worth Website) সর্বকালের সবচেয়ে ধনী ২৫ জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। জরিপের সময়ের পরিধি ধরা হয়েছে গত ১০০০ বছর। তবে হিসেবটা ১০০০ বছরের হলেও এটাকে অনায়াসেই ইতিহাসের সর্বসেরা হিসেবেই ধরা যেতে পারে। উক্ত তালিকার মধ্যে মাত্র ৩ জন ব্যক্তি বাদে আর সকলেই মারা গেছেন। সবচেয়ে মজার তথ্য হলো এদের মধ্যে ১৫ জনই আমেরিকান। শীর্ষ ধনী বাছাইয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা মেনে চলা হয়েছে। তা হলো, ১৯১৩ সালের ১০০ মিলিয়ন ডলার আজকের দিনের ২.২৯৯ বিলিয়ন ডলারের সমান।
তালিকায় শীর্ষে থাকা মানসা মুসা আই ১৩০০ শতকের প্রারম্ভে পশ্চিম আফ্রিকার মালিয়ান সাম্রাজ্য (Malian Empire) এর রাজা ছিলেন। তাকে রাজাদের রাজা বলা হতো। তিনি লবণ এবং সোনা উৎপাদন করে এমন বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছিলেন। তখনকার মোট সোনা উৎপাদনের শতকরা ৬০ ভাগ তার দেশ যোগান দিতো। মানসা মুসা আই একজন ধার্মিক মুসলিম রাজা ছিলেন। তিনি তার দেশে অনেক মসজিদ, মাদ্রাসা স্থাপন করেন। তার আমলে নির্মিত ইতিহাসের বৃহত্তম কাঁচা ইটের মসজিদ আজও কালের স্বাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

কথিত আছে তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। তিনি ১৩২৪ সালে হজ্বব্রত পালন করতে মক্কা গমন করেন। তার ৬০,০০০ সঙ্গীর সাথে ১২,০০০ দাস ছিল, যাদের প্রত্যেকের কাছে ছিল ৪ পাউন্ড এর বেশি করে সোনার বার এবং হাতে ছিল একটি করে সোনার রাজদন্ড। যাত্রাপথে মিশরের রাজার আমন্ত্রণে তিনি সদলবলে কায়রো গমন করেন এবং তিনমাস যাবত সেখানে অবস্থান করেন। কায়রো ছিল তখনকার সবচেয়ে বড় সোনার বাজার। তিনি সেখানকার লোকদের এত সোনা দান করেন যে, রাজপরিবারের সদস্য থেকে দাস-দাসী কেউই বাদ যায়নি।

ইতিহাস স্বাক্ষ্য দেয়, তার এই অকাতরে দানের ফলে সেদিনের কায়রোর সোনার বাজারে পুরো ধ্বস নামে। প্রায় ১০ বছর লাগে এই ধকল কাটিয়ে উঠতে। তিনি মদিনাতেও অনেক দান করেছেন। তার এই দানের গল্প কায়রো, বাগদাদ, মদিনার মানুষ বংশ পরস্পরায় করতো। ১৩৩১ সালে মানসা মুসা আই এর মৃত্যুর পর তার উত্তারাধিকারীগণ এই বিপুল বিত্ত বৈভব ধরে রাখতে পারেননি।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন রথসচাইল্ড পরিবার । যারা এখনো এই গ্রহের শীর্ষ ধনীদের অন্যতম। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে জন ডি রকফেলার নামের আমেরিকান ভদ্রলোক আছেন তালিকার তিন নম্বরে। ১৯৩৭ সালে মৃত্যুর সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার।

সবচেয়ে মজার বিষয় এই তালিকার প্রথম দশে নেই বিল গেটসের নাম । ১৩৬ বিলিয়ন ডলার নিয়ে তার অবস্থান ১২ নম্বরে। তালিকার সবচেয়ে গরিব ব্যক্তির নাম ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৬৪ বিলিয়ন ডলার।

নীচে বিশ্বের সর্বকালের ধনীদের তালিকা দেয়া হলঃ
১. মানসা মুসা আই ১২৮০-১৩৩১।৪০০ বিলিয়ন মার্কিন ডলার।
2. রথসচাইল্ড পরিবার ১৭৪০- । ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার
৩. জন রকফেলার (শিল্পপতি) , ১৮৩৯-১৯৩৭। ৩৪০বিলিয়ন মার্কিন ডলার
৪. এন্ড্রু কার্নেগি (শিল্পপতি), ১৮৩৫-১৯১৯। ৩১০ বিলিয়ন ডলার
৫. দ্বিতীয় তাসার নিকোলাস (রাশিয়ার শেষ সম্রাট) ৩০০ বিলিয়ন মার্কিন ডলার
৬. ওসমান আলি খান( হায়দ্রাবাদের শেষ শাষক), ১৮৮৬-১৯৬৭। ২৩৬ বিলিয়ন মার্কিন ডলার
৭. ইংল্যান্ডের রাজা উইলিয়াম কনকিউর, ১০২৮-১০৮৭। ২২৯ বিলিয়ন মার্কিন ডলার
৮. লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, ১৯৪২-২০১১। ২০০ বিলিয়ন মার্কিন ডলার
৯. ফোর্ড মটর কোম্পানির মালিক হেনরী ফোর্ড, ১৮৬৩-১৯৪৭ ১৯৯ বিলিয়ন মার্কিন ডলার
১০. শিল্পপতি কর্নীলিউস ভেন্ডারবিল্ট, ১৭৯৪-১৮৭৭। ১৮৫ বিলিয়ন মার্কিন ডলার
১১. উইলিয়াম কনকিউরের সহচর এলেন রুফুস, ১০৪০-১০৯৩ ১৭৮.৬৫ বিলিয়ন মার্কিন ডলার
১২. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটস, ১৯৫৫- । ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার
১৩. উপন্যাসিক উইলিয়াম ওয়ারনি, -১০৮৮। ১৪৬.১৩ বিলিয়ন মার্কিন ডলার
১৪. ব্যবসায়ী জন জেকব এস্টোর, ১৮৬৪-১৯১২। ১২১ বিলিয়ন মার্কিন ডলার
১৫. এডওয়ার্ড এর পুত্র জন, ১৩৩০-১৩৯৯ ১১০ বিলিয়ন মার্কিন ডলার
১৬. শিপিং এবং ব্যাংকিং এর স্টিফেন জিরার্ড,১৭৫০-১৮৩১। ১০৫ বিলিয়ন মার্কিন ডলার
১৭. উদ্যোক্তা আলেকজান্ডার স্টুয়ার্ট, ১৮০৩-১৮৭৬। ৯০ বিলিয়ন মার্কিন ডলার
১৮. ইংরেজি উপন্যাসিক হেনরি লেনকাস্টার, ১৩১০-১৩৬১ ৮৫.১ বিলিয়ন মার্কিন ডলার
১৯. টিম্বার ব্যবসায়ী ফ্রিড্রিশ , ১৮৩৪-১৯১৪ । ৮০ বিলিয়ন মার্কিন ডলার
২০. রেলপথের দফার জে গুল্ড ,১৮৩৬-১৮৯২ ৭১ বিলিয়ন মার্কিন ডলার
২১. শিল্পপতি কার্লোস স্লিম , ১৯৪০- ) ৬৮ বিলিয়ন মার্কিন ডলার
২২. ভূমি মালিক স্টিফেন ভ্যান, ১৭৬৪-১৮৩৯ ৬৮ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার
২৩. মার্শাল মাঠ ও কোম্পানির প্রতিষ্ঠাতা মার্শাল মাঠ , ১৮৩৪-১৯০৬। ৬৬ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার
২৪. ওয়াল মার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন , ১৯১৮-১৯৯২ । ৬৫ বিলিয়ন মার্কিন ডলার
২৫. বিনিয়োগকারী ওয়ারেন বাফেট , ১৯৩০ – । ৬৪ বিলিয়ন মার্কিন ডলার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G