শাস্তি নিশ্চিত করতে আইন

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

OBI১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশকে পরিবর্তন করে সড়ক দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে এ বছরই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রচলিত আইনে অপরাধীরা শাস্তি ভোগ না করে ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। দুর্ঘটনার পরে যেসব তদন্ত কমিটি গঠন করা হয় এগুলোও বাস্তবে কোনো কাজে আসে না।’

এবারের ঈদের পরে দেশের সড়ক ও মহাসড়কগুলোর অবস্থা ভালো ছিল, তারপরও অনেক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা এখন জাতির দুর্ভাবনায় পরিণত হয়েছে। এজন্য অনেকাংশে দায়ী অটোরিকশা ও নসিমন। এগুলোর বিরুদ্ধে আগামী ১ আগস্ট থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G