মশুর ডালেই হোক ত্বকের যত্ন

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Presentation1ত্বকের যত্নে আমরা কত কিছুই তো ব্যবহার করে থাকি।কিন্তু ভালো ফল পাই না। অথচ আমাদের চারপাশে থাকা জিনিসগুলো দিয়ে আমরা অনায়াসে ত্বকের যত্ন নিতে পাড়ি এতে ত্বকের কোন ক্ষতি হওয়ার ভয় থাকে না। এমনই একটি জিনিস মশুর ডাল। ত্বকের যত্নে এর উপকারীতা জেনে নিন।

ত্বকে যত্নে মশুরের ডালের গুনঃ

– ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
-ত্বকের কালচে ভাব দূর করে।LSD
-ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে।
-ত্বকের বলিরেখা দূর করে।
-রঙ ফর্সা করে।
-ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে।

উপরোক্ত সকল গুণাবলী আপনি ত্বকের যত্নে মশুরের ডালে পাবেন। কিন্তু এখন ভাবছেন এ ডাল আপনি কি করে ত্বকে ব্যবহার
করবেন। জেনে নিন এর নিয়মাবলী।

মশুরের ডালের প্যাক তৈরির নিয়মঃimage_4984_0
মশুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ডালের পেষ্ট তৈরী করুন। এরমধ্যে ২ চামচ দুধ দিন। এরপর মিক্স করে ভাল করে পেষ্ট তৈরি করুন।

 

এবার আপনি মশুরের ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন।
খুব তাড়াতাড়িই আপনি এর সুফল দেখতে পারবেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G