নারী ধূমপানকারী দেশের শীর্ষে বাংলাদেশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

womanনারী ধূমপানকারী দেশের তালিকার শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২২টি দেশের মধ্যে ধূমপায়ীর সংখ্যার ভিত্তিতে ক্রোয়েশিয়ার অবস্থান সপ্তম। এখানে ধূমপায়ীর সংখ্যা ২ কোটি ২০ লাখ। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া। আর নারী ধূমপায়ীর ক্ষেত্রে ক্রোয়েশিয়ার অবস্থান দ্বিতীয় এবং বাংলাদেশ প্রথম।

ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করে। এ হিসাবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট পান করে। এতে মাসে খরচ হয় মাথাপিছু ৭০ ইউরো। ক্রোয়েশিয়ায় শুধু ফুসফুসের ক্যানসারেই মারা যায় ৩ হাজার মানুষ যার প্রধান কারণ ধূমপান।

হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা তোমিস্লাভ বেনজাক বলেন, ধূমপানের এই প্রবণতা নানা কারণেই বেড়েছে বা বাড়ছে। এখানে বেকারত্ব এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G