আফ্রিদির মেয়ের মৃত্যুগুজব সোশাল মিডিয়াজুড়ে
এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে আফ্রিদি অনেকটা বিষন্ন সময় কাটান। ঐ সময় তিনি জাতীয় দলের অধিনায়ক থেকে পদত্যাগ করেন। তখন তার কনিষ্ঠ মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। টিটুয়েন্টি টূর্নামেন্ট শেষে মহালীতে ওয়াশিম আকরাম এবং হার্শা ভোগলের সাথে আলাপকালে তিনি অবসর বিষয়ে কোন সংবাদ গণমাধ্যমকে জানাননি। এ বিষয়ে পরবর্তীতে বাসায় গিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। গত ০৩ এপ্রিল ওয়াকার ইউনুসের কাছে তার পদত্যাগপত্র পাঠান। যদিও পেশাগতভাবে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে দাবি করেন ওয়াকার ইউনুস।
বর্তমানে পাকিস্তান ক্রিকেট কাপ টুর্নামেন্ট ২০১৬ আয়োজন চলছে দেশটিতে। দেশের চারটি প্রদেশ থেকে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। কিন্ত আফ্রিদি হজ্ব পালন করবেন বলে সেখানে অংশগ্রহণ করছে না।পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পট ফিক্সিং এর দায়ে সালমান বার্থ ও মোহাম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করলেও আফ্রিদি ও ওয়াহাব রিয়াজকে এ অভিযোগ থেকে বাদ দেয়া হয়েছে। সরফরাজ আহমেদ,শোয়েব মালিক, ইউনুস খান,আজহার আলী এবং মিসবাহুল হক যথাক্রমে সিন্ধ,পাঞ্জাব,খাইবার ফাখতুন,বেলুচিস্থান এবং ফেডারেল ক্যাপিটালের অধিনায়ক হিসেবে খেলবেন।
প্রতিক্ষণ/এডি/জেডআর












