ঘরে বসেই করুন নিখুঁত ভ্রু প্লাক

প্রথম প্রকাশঃ জুলাই ১৯, ২০১৬ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

w

নিজেকে সব সবসময়  সৌন্দর্যের কাতারে রাখতে অধিকাংশ মেয়েরাই আর সব সৌন্দর্য চর্চা বাদ রাখলেও সময়মত ভ্রু’র প্রতি খেয়াল রাখেন প্রত্যেকেই। বর্তমান সময়ে ভ্রু প্লাক নারীদের একটি কমন ফ্যাশন। একটি  চেহারায় পরিচ্ছন্নতার আলাদা মাত্রা যোগ করতে প্লাক করা ভ্রুর জুড়ি নেই।

প্লাক করা সুন্দর চোখা ভ্রু পছন্দ করেন সব নারীই। কিন্তু পার্লারে গিয়ে থ্রেডিং অথবা নিজেই চিমটা দিয়ে প্লাক করার ব্যথা সহ্য করতে পারেন না অনেকেই। আর তাই আপনাদের কথা ভেবেই আজ জানিয়ে দিচ্ছি ছোট্ট একটি কৌশল। যার মাধ্যমে একদম ব্যথা ছাড়াই নিশ্চিন্তে ঘরে বসেই করুন নিখুঁত ভ্রু প্লাক।

প্রথমে ভ্রু প্লাক করার জন্য আপনার দরকার হবে গরম পানি এবং একটা ছোট্ট হ্যান্ড টাওয়েল।

গরম পানিতে টাওয়েল ভিজিয়ে চিপে নিন। এবার এই টাওয়েল ভাঁজ করে ভ্রু-র ওপর দিয়ে রাখুন ১ থেকে ২ মিনিট। এতে আপনার রোমকূপ খুলে যাবে এবং ভ্রু প্লাক করতে সুবিধা হবে, ব্যথা লাগবে না বেশি। প্লাক করার জন্য নতুন, সূক্ষ্ম চিমটা ব্যবহার করুন। আর প্লাক করা শেষ হলে লাগিয়ে নিন কিছুটা অ্যালোভেরা জেল।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G