হাফ সেঞ্চুরি হল না ইমরুলের

প্রকাশঃ অক্টোবর ১২, ২০১৬ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

শারমিন আকতার:

imrul-kayes

বৃষ্টিভেজা মাঠের চোখ রাঙানিকে উপেক্ষা করে অপ্রত্যাশিতভাবে  বেশ ভালোই খেলছিল তামিম-ইমরুল জুটি। দলীয় রানও বাড়ছিল দ্রুতগতিতেই। কিন্তু দলীয় ৮০ রান ও ১৯ ওভারের শেষের দিকে এসে খুব সহজ একটা ক্যাচ দিয়ে দিলেন পাড়ার ছোট ছেলেদের মতো। দেখে বোঝাই যাচ্ছিল কেউ প্রস্তুত ছিল না এত সহজ আউটের জন্য। তবুও তাই হল; যদিও এটি বাংলাদেশ শিবিরের জন্য স্বাভাবিকও বটে।

যাই হোক বাজে শুরু হওয়ার যে আশা ইংলিশরা করেছিল; তামিম-ইমরুল তা ঠেকিয়ে রেখেছে ১৯ ওভারের মাঝামাঝি পর্যন্ত। এও কি কম? শুরুতে হাল ধরা বেশ কঠিন হয়ে যায় সবসময় সবারক্ষেত্রেই। এদিক থেকে আজকের তৃতীয় সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ বেশ ভালো শুভ সূচনা করেছে। এজন্য তামিম-ইমরুলকে ধন্যবাদ দিতেই হয় বিরূপ আবহাওয়ায় নিজেদের সামলে খেলার জন্য। শুরু যখন ভালো হয় তখন পরের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে। এক্ষেত্রে আপাতত বাংলাদেশ ও তামিম-ইমরুল সফল।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G