রইল বাকি পাঁচ

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৬ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

Bangladesh captain Mushfiqur Rahim (R) and cricketer Shakib Al Hasan (L) congratulate teammate Jubair Hossain (C) for the dismissal of South African cricketer Dale Steyn during the first day of the first Test match between Bangladesh and South Africa at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on July 21, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

কুক গেল, রুট গেল, গেল ডাকেটও; এবার গেল মঈন আলী, ব্যালান্স;   রইল বাকি ৫। হঠাৎ আউটের এই দৃশ্য দেখে হারাধনের দশটি ছেলের কথা মনে হল। এখন বাকি পাঁচটি গেলেই বাঁচি। এটাই সত্যি কারো পৌষ মাস, কারো সর্বনাস!

৪৬ ওভার শেষে ইংল্যান্ড ১১৫/৫। লিড দাঁড়িয়েছে ১৬০ রানের।

ব্যাট করছেন বেন স্টোকস (২৩) ও জনি বেয়ারস্টো (৬)। ফিরে গেছেন মঈন আলী (১৪), গ্যারি ব্যালান্স (৯), বেন ডাকেট (১৫), জো রুট (১), অ্যালিস্টার কুক (১২)।

অভিষেকে প্রথম ইনিংসে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন মেহেদী হাসান মিরাজ, নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার। তার পঞ্চম ওভারে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালিস্টার কুক (১২)।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G