প্রথমে মাথায় আঘাত এরপর আউট!

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৬ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

শারমিন আকতার:

musfique

মাথায় বেশ আঘাত পাওয়ার পরও অধিনায়ক মুশফিকুর রহিম সময় নষ্ট না করে খেলাতে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে সময় হয়তো নষ্ট হয়নি; মুশফিকতো আউট হয়ে গেল! তাতে লাভটা ঠিক কী হল বুঝলাম না। অসুস্থ বোধ করলেও জোর করে খেলবার এ মানসিকতা বেশ অনেকদিন যাবৎ বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দেখা যাচ্ছে। তাতে খুব একটা সফলতা দেখলাম না এ পর্যন্ত। বরং খানিক পর আউট হওয়ার দু:খও যোগ হয় সাথে। তাই বিশ্রাম না নিয়ে  ভুল করলেন বলেই মনে হয় অধিনায়ক মুশফিকুর রহিম!

এর আগে ১৩ রানে আউট হলেন মাহমুদুল্লাহ। এরপর অর্থাৎ মুশফিক আউট হওয়ার পর ফিরে গেলেন সাব্বির। বাংলাদেশের বর্তমান অবস্থা হল, ৬ উইকেটে ২০৫ রান। ভালো সময় খারাপ হতে বেশিক্ষণ সময় নেয় না। তা বাংলাদেশের খেলা দেখে বেশ বোঝা গেল। সকাল থেকে তামিম-মুমিনুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ দিনটা আমাদের। কিন্তু দুপুরের আলোয় খেলার মোড় ঘুরে যেতে শুরু করলো। এখন উইকেটে আছে শুভাগত আর সাকিব। আগের জনদের ভুলের মাশুল গুণছে এ দুজন। এখন বেশ চেপে ধরেছে ইংলিশরা। দেখা যাক রাজার হাত থেকে বাঘ কীভাবে ফসকে বেরিয়ে যায় লাঞ্চের পর পুনরায় ফিরে এসে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G