উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ভাইয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৭ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

1উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের সৎ ভাই কিম জন নাম (৪৫) মালয়েশিয়ায় মারা গেছেন। ১৪ ফেব্রুয়ারি  সকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উত্তর কোরিয়ার সরকারের মতে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি মারা যেতে পারেন। তিনি  যখন অসুস্থ হন, তখন তার পাশে দুই নারীকে দেখা গেছে; তবে তাদের পরিচয় বের করা যায়নি।

হাসপাতালের একটি সুত্র জানিয়েছে, কিম জন নামের উপর রাসায়নিক স্প্রে দিয়ে আক্রমন চালানো হয়। মালয়েশিয়ার পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার দাবী, যে দুই নারীকে তাঁর পাশে দেখা গিয়েছে তারা উত্তর কোরিয়ার গোয়েন্দাসংস্থার লোক। এর আগেও কিম জন নামকে উত্তর কোরিয়ার গোয়েন্দারা বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করেছে।

নাম দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বাইরে বসবাস করতেন। ম্যাকাও এবং চীনে তাকে বেশ কবার দেখা গিয়েছে। ২০০১ সালে নিজের পরিচয় গোপন রেখে জাপানে প্রবেশ করার চেষ্টা করেন নাম। অন্যদিকে তাঁর সৎ ভাই কিম জন উনের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নিকট আত্মীয়দের হত্যার অভিযোগ রয়েছে।  ২০১৩ সালে উন নিজের ফুফাকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে হত্যা করেন।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G