প্রতারণার অভিযোগে অনুষ্ঠান প্রধান গ্রেফতার

বেসরকারি টিভি চ্যানেল এসএ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন ধানমন্ডি থানার হাজতে আছেন।
জানা গেছে, আদালতে রওনক ওরফে মমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধানমন্ডি ৬ নম্বরের বাসা থেকে জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জিনাতকে শুক্রবার (১০ মার্চ) আদালতে পাঠানো হবে।
এসএ টিভির প্রতিষ্ঠালগ্ন থেকে এতে কর্মরত আছেন জিনাত জেরিন আলতাফ। এর আগে তিনি বেসরকারি আরেক চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন।
প্রতিক্ষণ/এডি/তনু












