রেকর্ড গড়তে সাগরের ঢেউ অতিক্রম

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

আমেরিকান নাগরিক গ্যারেট । সম্প্রতি পর্তুগালের এক উপকূলে দীর্ঘতম ঢেউ অতিক্রম করে গড়েছেন বিশ্ব রেকর্ড ।

শখের বশে সার্ফিং করতেন গ্যারেট। সাগরের ঢেউ অতিক্রম করতে এই সার্ফিংয়ের-ই আশ্রয় নিয়েছিলেন তিনি।

ঢেউ পাড়ি দেয়াটা সহজ কোন ব্যাপার নয় । আর তাই, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গ্যারেটের এই প্রতিভাকে ঠাঁই দিয়েছে রেকর্ড বুকে।

এই রেকর্ডটি অর্জনের জন্য গ্যারেটকে নিশ্চিত করতে হয়েছে, ঢেউ এর আগে পাড়ি দিয়েছেন তিনি। আর ৭৮ ফুট উঁচু এই ঢেউটিকে গ্যারেট যে সত্যিই জয় করেছেন, তা নিশ্চিত করা হয়েছে প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে ।

গ্যারেট জানায়, সাগরের ঢেউয়ে সাফিং করে বিশ্ব রেকর্ড গড়তে কঠোর অনুশীলন করতে হয়েছে তাকে। ভবিষ্যতে আরো উঁচু ঢেউ পাড়ি দিতে চান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G