সিলেটে রিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

আবেগ রহমান, সিলেট প্রতিনিধি:

সিলেটে আসাদুজ্জামান রিপন হত্যা মামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে আসামিদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সিলেট সদর উপজেলার এয়ারেপোর্ট থানার খাঁসদবির এলাকার নুরুল হকের ছেলে সুমন ওরফে মানিক, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দও গ্রামের আমির উদ্দিনের ছেলে জমির উদ্দিন এবং সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর এলাকার মাহমুদ আলীর ছেলে হাসান আলী।

জানা গেছে , গত ১২ এপ্রিল নিলফামারী জেলার কিশোরগঞ্জের আসাদুজ্জামান রিপন ও তার স্ত্রী হাছনা হেনা কুয়েত যাওয়ার উদ্দেশ্যে মেডিকেল চেকআপের জন্য বাড়ি হতে সিলেটে আসেন। ঐ রাতে সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকার রাত্রী যাপন ও বিশ্রামের জন্য অটোরিক্সায় আসার পথে বন্দর বাজারে দুই জন যুবক অটোরিক্সার গতিরোধ করে আসাদুজ্জামান রিপনের  সাথে থাকা নগদ ১৪ হাজার টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা হাছনার সাথে থাকা ব্যাগ নিতে চেষ্টা করলে আসাদুজ্জামান বাঁধা দিলে এক ছিনতাইকারী হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে তাকে সড়কে ফেলে রেখে যায়।  পরে  হাছনার চিৎকার শুনে আশেপাশের পথচারী এসে আসাদুজ্জামানকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিলেট মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া ) মো. জেদান আল মুসা জানান, এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল নিহতের স্ত্রী হাছনা হেনা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. সাদেক কাউসার দস্তগীরের নেতৃত্বে পুলিশের এক বিশেষ অভিযানে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে আসাদুজ্জামান রিপনকে হত্যা ও ছিনতাইর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন মিয়া ওরফে মানিক, জমির উদ্দিন, হাসান আলীকে গ্রেফতার করা হয় এবং  হত্যা ও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি আসামী সুমন মিয়া ওরফে মানিকের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G