গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল হতে পারেন কৃষকরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

কৃষি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

টমেটোবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল হতে পারনে কৃষকরা। এ জাতের টমেটো চাষের সম্প্রসারণ করা গেলে অল্প সময়ের মধ্যে দেশে টমেটোর চাহিদার সিংহভাগ যোগান দেওয়া সম্ভব বলে মনে করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

প্রতিবছর এপ্রিল মাসের প্রথম থেকে গ্রীষ্মকালীন টমেটোর চাষ শুরু হয়। তিন মাসের মধ্যে ফসল আসতে থাকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘শস্য বহুমুখীকরণ প্রকল্পের’ আওতায় ‘বারী হাইব্রিড-৭ বা ‘সামার কিং’ নামে নতুন জাতের এ টমেটো উদ্ভাবন করে। গ্রীষ্মকালেও এ সবজি পাওয়া যাবে। দুই বছর আগে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহযোগিতায় দেশের দক্ষিনের কয়েকটি জেলায় প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা হচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী গ্রীষ্মকালে বাইরের টমেটো আমদানি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক শতাংশ জমিতে এ জাতের টমেটোর চাষ করতে খরচ হয় ২ থেকে ৩ হাজার টাকা। ফলন ভাল হলে এ জাতের টমেটো বিক্রি করে ১০ থেকে ১৪ হাজার টাকা আয় করা সম্ভব বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/সিরাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G